অবশেষে খেলার মাঠে ফিরলেন নাসির হোসেন

 

নাসির হোসেন ছবি-সংগৃহিত

নাসির হোসেন বাংলাদেশের একজন প্রতিভাবান ক্রিকেটার। ডানহাতি ব্যাটার এবং ডানহাতি অফস্পিনার। ১৯৯১ সালের ৩০ নভেম্বর রংপুরে জন্মগ্রহন করেন। আনতর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। যদিও এর পুর্বে ২০১০ সালে আশিয়ান গেমসে ১৩ সদস্যের দলে জায়গা পান। বাংলাদেশ আশিয়ান গেমসের ফাইনালে আফগানিস্থানকে হারিয়ে স্বর্ণ মেডেল জয় লাভ করেন। যেখানে নাসির হোসেনের পারফরমেন্স চোখে পড়ার মত ছিলো। ২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লীগে সর্ব্বোচ্চ মুল্যে খুলনা রয়েল বেঙ্গল তাকে দলে কিনে নেয়। ২০১৮ এবং ২০১৯ সালে বিপিএল টুর্নামেণ্টে অংশগ্রহন করেছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচে দলের বিপর্যায়ের মুখে ৬৩ রানের লড়াকু ইনিংস উপহার দেন। নাসির তার ক্যারিয়ারে আন্তর্জাতিক প্রথম সেঞ্চুরি করেন পাকিস্থানের বিপক্ষে ২০১১ সালের নভেম্বরে। ১৩৬ বলে ১০০ রানের ইনিংস খেলেন নাসির।

নাসির টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করেন ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। ১৫১ বলে ১০০ রান করেন তিনি। নাসির হোসেন ১৯ টেস্ট খেলে  ১ সেঞ্ছুরি ৬ হাফ সেঞ্চুরিসহ ১০৪৪ রান করেছেন। ওডিয়াই ক্রিকেটে মোট ম্যাচ খেলেছেন ৬৫ টি ১ সেঞ্চুরি ৬ হাফ সেঞ্চুরিসহ করেছেন ১২৮১ রান। টেস্টে ৮ উইকেট ওডিয়াইতে ২৪ উইকেট এবং টিটুয়েন্টিতে ৭ উইকেট লাভ করেছেন।

ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি দুর্দান্ত ফিল্ডার ছিলেন নাসির হোসেন। তিনি আন্তর্জাতিক তিন ফরমেট মিলিয়ে ৫৯ টি ক্যাচ ধরেছেন। ফ্রান্সাইজ লিগে ধরেছেন ৭৪ টি ক্যাচ।

তিনি বিভিন্ন বিতর্কে মিডিয়ার শিরোনাম হয়েছেন। ২০২১ সালের শুরুর দিকে বিতর্কিত এক বিয়ের জন্য খবরের শিরোনাম হন।

২০২১ সালে আরব আমিরাতে টি-১০ লীগ খেলতে যান নাসির সেখানে দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন। পরবর্তীতে ২০২৩ সালে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করায় আসিসি তাকে ছয় মাসসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিলো। যেখানে ৬ মাসের স্থগিত নিষেধাজ্ঞা ছিলো।

অবশেষে প্রায় ২০ মাস পর মাঠে ফিরলেন নাসির হোসেন। তিনি ঢাকা প্রিমিয়ার লীগে রুপগঞ্জ টাইগার্সের হয়ে মাঠে নামছেন। তাদের প্রতিপক্ষ গাজী গ্রুপ ক্রিকেটার্স। এখন দেখার  বিষয় দীর্ঘদিন পর তিনি কিভাবে নিজেকে মেলে ধরেন ক্রিকেট মাঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ