![]() |
জুলিয়ান আলভারেজ ছবি-সংগৃহিত |
জুলিয়ান আলভারেজ আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের
আক্রমন ভাগের অন্যতম অস্ত্র হিসেবে নিজেকে প্রমান করে চলেছেন। সর্বেশষ আর্জেন্টিনা-
ব্রাজিল ম্যাচে দুর্দান্ত একটি গোল করেছেন তিনি। পুরো ম্যাচে তার পারফরমেন্স ছিলো
চোখে পড়ার মত। বিশ্বকাপ বাছাই পর্বের ঐ ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত
করে।
আলভারেজ ২০০০ সালের ৩১ জানুয়ারী আর্জেন্টিনার ক্যালচিনে জন্মগ্রহন করেন। আর্জেন্টিনার
জাতীয় দলে অভিষেক ঘটে ২০২১ সালে চিলির বিপক্ষে। তিনি জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন
ইকুয়েডরের বিপক্ষে। ২০২২ সালের ফিফা বিশ্বকাপে স্কোয়াডের অন্যতম সদস্য ছিলেন আলভারেজ।
বিশ্বকাপে তার অসাধারন পারফরমেন্স আর্জেন্টিনা ভক্তরা সবাই মুগ্ধ। বিশ্বকাপে তার প্রথম
গোল পোলান্ডের বিপক্ষে। যে ম্যাচ আর্জেন্টিনা জিতেছিলো ২-০ ব্যবধানে। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার সাথে ২-১ ব্যবধানে
জয়ে ১টি তিনি গোল তিনিকরেন।সেমিফিনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা
সেখানে আলভারেজ জোড়া গোল করেন। সেমিফাইনালে পর ফাইনালেও তার উজ্জ্বল পারফরমেন্স দেখে
ফুটবল বিশ্ব।
ক্লাব ফুটবলে আলভারেজ লিভারপুল, তারপর ম্যানসিটি
বর্তমানে এ্যাটলেটিকো মাদ্রিদে খেলছেন। ক্লাবেও দারুন ফুটবল খেলে
চলেছেন জুলিয়ান আলভারেজ।
আলভারেজ আক্রমন ভাগের খেলোয়াড় হিসেবে নয় তিনি আক্রমন ভাগের যেকোম পজিশনে খেলতে
পারেন। দ্রুত গতিতে ছুটতে পারেন তিনি ডিফেন্সের পাস কাটিয়ে বল নিয়ে ছুটতে
ভালোবাসেন তিনি। সে নিজে গোল করে , গোলের সুযোগ তৈরি করে, অন্যকে দিয়ে গোল করান সবমিলিয়ে
একজন বহুমুখী প্রতিভাবান খেলোয়াড় জুলিয়ান আলভারেজ।
0 মন্তব্যসমূহ