![]() |
রোনালদো, প্রিন্স উইলিয়াম ও মেসি ছবি-সংগৃহিত |
কে সেরা মেসি না রোনালদো এই বিতর্ক অনেক পুরাতন। সেই পুরাতন বিতর্ক আবারও
সামনে এসেছে একজন উচ্চ পদস্থ ব্যক্তির কন্ঠস্বর থেকে, তিনি আর কেউ নন প্রিন্স
উইলিয়াম। যিনি যুক্ত্ররাজ্যের ভবিষ্যত রাজা।বিশ্ব যদিও দুই ভাগে ভাগ হয়ে যায় মেসি
রোনালদোর আলোচনায়। মেসি এবং রোনালদো নিজেদের নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। যদিও বিশ্বকাপসহ
দুই হালি ব্যালন ডি অর, দুইটি কোপা আমেরিকাসহ অসংখ্য পুরস্কার জিতে অনেকটা এগিয়ে আছেন
লিওনেল মেসি সেটিই মনে করেন অনেক ফুটবল বিশারদ। ক্রিস্টিয়ানো রোনালদোও ৫ বার
ব্যালন ডি অর জিতেছেন। ইউরো চ্যাম্পিয়ন হয়েছে তার দেশ পর্তুগাল তার অসাধারন কৃতিত্বে।
তবে সম্প্রতি “ফুটবল লিজেন্ডস হেড টু হেড” অনুষ্ঠানে দ্য সান- এর দ্রুত প্রশ্নোত্তর পর্বে প্রিন্স উইলিয়াম আস্টন
ভিলার ডিফেন্ডার এবং তার বন্ধু টাইরন মিংস এর সাথে একক আলাপচারিতায় প্রন্স উইলিয়াম
জানান ক্রিস্টিয়ানো রোনালদোর উদযাপন তার ভাল লাগে এমনকি রোনালদোর “ সিউউউ” উদযাপন এর
নকল করতে যেয়ে ইঞ্জুরিতে পড়েছিলেন প্রিন্স উইলিয়াম। পেনাল্টি শুট আউটের জন্য ডেভিড
বেকহ্যাম এবং জিনেদিন জিদানের মধ্য থেকে একজন কে বেছে নিতে বলা হয়। প্রিন্স উইলিয়াম
বেকহ্যামকে বেছে নেন। তবে যখনই ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদো বনাম বেকহ্যাম এর মধ্য
বেছে নিতে বলা হয় তিনি ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনালদোকে এগিয়ে রাখেন।
সবশেষে মেসি এবং রোনালদোর মধ্যে কে
সেরা এই প্রশ্নে প্রিন্স উইলিয়াম কিছুক্ষন চিন্তা করে তারপর বলেন “ মেসি হতে হবে ,
ঠিক আছে”। অর্থাৎ মেসিকে তিনি রোনালদোর চেয়ে এগিয়ে রাখেন। প্রিন্স উইলিয়াম ২০২২
সালের কাতার বিশ্বকাপের কথা স্মরণ করেন, মেসির নেতৃত্বে বিশ্বকাপ জয়ে মেসির গুরুত্বের
কথা উল্লেখ করেন।
0 মন্তব্যসমূহ