আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামা হলো না নেইমারের

 


         ব্রাজিল ফুটবল তারকা নেইমার ছবি- সংগৃহিত

নেইমার ভক্তদের অপেক্ষা আরো বাড়লো। আশা করা হচ্ছিলো কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের খেলায় ব্রাজিল তারকা মাঠে নামতে পারবেন। কিন্তু নেইমারের উরুর আঘাত পুরোপুরি ভালো না হওয়ার কারনে  আগামী ২০ মার্চ কলম্বিয়ার বিপক্ষে ওই ম্যাচে খেলতে পারবেন না এমনকি তার ৫ দিন পর  ২০ মার্চ ফুটবলের সবচেয়ে বড় মহারণ ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ থেকেও ছিটকে পড়েছেন। যা নেইমার ভক্ত তথা ব্রাজিল ভক্তদের কাছে অত্যন্ত হতাশার।

হাঁটুর ইঞ্জুরিতে পড়ার পর ২০২৩ সালের অক্টোবর মাসে থেকে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামা হয়নি এই ফুটবল তারকার। ব্রাজিল পরবর্তী দুই ম্যাচের জন্য নেইমারের বদলে দলে নিয়েছে রিয়াল মাদ্রিদে খেলা তরুন ফরোয়ার্ড এন্ড্রিককে। নেইমার ইন্সটাগ্রামে লিখেছেন “ প্রত্যাবর্তন খুব কাছাকছি মনে হচ্ছিলো কিন্তু দুর্ভাগ্যজনকভাবে  এই মুহুর্তে বিশ্বের সবচেয়ে দামি জার্সিটি আমি পরতে পারছি না"।

নেইমারকে নিয়ে ব্রাজিল ঝুকি নিতে চাইছে না। পুরোপুরি ফিট হয়ে মাঠে নামুক এটাই চাইছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমানে ব্রাজিল দক্ষিণ আমেরিকার ১০ দলের মধ্যে ৫ম স্থানে রয়েছে। ব্রাজিলের ১৮ খেলায় মোট পয়েন্ট ১২। শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে ৭ পয়েন্ট পিছনে রয়েছে ব্রাজিল। শীর্ষ ৬ দল সরাসরি খেলবে ২০২৬ সালে যুক্ত্ররাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত বিশ্বকাপে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ