আফগানিস্থানের জয়ে আবারও নাচলেন ইরফান পাঠান

 

ইরফান পাঠান ছবি-ইন্সটাগ্রাম

ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান  ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্থানের উত্তেজনাকর ম্যাচে জয় পাওয়ার পর একটি নাচের ভিডিও  ইন্সটাগ্রামে পোস্ট করেছেন যা রীতিমত ভাইরাল হয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ইরফান পাঠান বলিউডের জনপ্রিয় সিনেমা  “ফান্টম”এর একটি গান “আফগান জলেবি” এর সাথে নাচ করছেন। গায়ে পাঞ্জাবি মাথায় কালো পাগড়ি পরে নাচতেছেন ইরফান পাঠান। আফগানিস্থানের জয়ে পাঠান অতিশয় খুশি সেটি বুঝায় যাচ্ছে। গত ২৬ ফেব্রুয়ারি ২০২৫ চলমান চ্যাম্পিয়ন ট্রফির ডু অর ডাই ম্যাচে লাহোরে মুখোমুখি হয়েছিলো ইংল্যান্ড- আফগানিস্থান। সেখানে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩২৫ রান করে। যার মধ্যে রেকর্ড গড়া 146 বলে ১৭৭ রানের ইনিংস খেলেন ইব্রাহিম জাদরান। যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ব্যাক্তিগত রান। ইংল্যান্ড জবাব দিতে নেমে ৩১৭ রানে অল আউট হয়। ইংল্যান্ডের পক্ষে দারুন সেঞ্চুরি করেন জো রুট। যদিও তা্রা ৮ রানে পরাজয় বরণ করে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে।  আফগানিস্থানের আজমত উল্লাহ উমরজাই একাই  ৫ উইকেট লাভ করেন। এই জয়ের ফলে আফগানিস্তানের সেমিফাইনালের আশা টিকে রইলো।

ইরাফান পাঠান এর পূর্বেও আফগানিস্থানের জয়ে নেচেছিলেন। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপে আফগানিস্থান পাকিস্তানকে ৮ উইকেটে পরাজিত করে। তখন রশিদ খান ইরফান পাঠানের সাথে নেচেছিলেন। এই কারনে রশিদ খান ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন “ আরে ভাই আপনি আমাকে ছাড়াই নাচলেন, হা হা... সবসময় সমর্থন করার জন্য ধন্যবাদ”।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ