![]() |
কিলিয়ান এমবাপে ছবি-সংগৃহিত |
রিয়াল মাদ্রিদ চলমান চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলতে
পৌছে গেছে গত রাতে । যেখানে অসাধারণ ফুটবল নৈপুন্য দেখিয়েছেন রিয়াল মাদ্রিদের গতি তারকা
কিলিয়ান এমবাপ্পে। এমবাপ্পে ম্যাজিকে ম্যান সিটিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ
। রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি গোলই করেছেন ফ্রান্স তারকা কিলিয়ান এমবাপে। অর্থাৎ হ্যাট্রিক করেছেন কিলিয়ান এমবাপে। প্রথম লেগে
রিয়াল ৩-২ ব্যবধানে জেতার কারনে এই ম্যাচে
ঘুরে দাঁড়ানো ম্যান সিটির জন্য কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছিলো। সেই পাহাড়সম কাজ সিটি
করতে পারেনি হেরে বসেছে বড় ব্যবধানে। ফলে দুই
লেগ মিলিয়ে ৬-৩ ব্যবধানে ম্যান সিটি হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিলো।
এম্বাপ্পে যিনি রিয়ালের সাদা জার্সি পরে খেলার স্বপ্ন
দেখেছিলেন তাকে নিয়ে চলছে রিয়াল ভক্তদের মাঝে উচ্ছাস। খেলার ৪র্থ মিনিটে এম্বাপে গোলের
খাতা খুলেন। তারপর ৩৩ তম মিনিটে করেন ২য় গোল, ৬৬ তম মিনিটে হ্যাট্রিক পূর্ণ করেন এমবাপে
। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে ম্যান সিটির হয়ে একটি গোল পরিশোধ করেন নিকো
গঞ্জালেজ।
খেলা শেষে ভক্তদের
পাশাপাশি রিয়াল কোচ প্রশংসায় ভাসিয়েছেন এম্বাপেকে। এমনকি তিনি একটি সাহসী মন্তব্য করেছেন।
কোচ আনচেলত্তি বলেন ‘২৫ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পে যদি তার পূর্ণ সম্ভাবনা নিয়ে খেলতে
পারেন তাহলে তিনি রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর মত কিংবদন্তী
উচ্চতায় পৌছাতে পারবেন। তবে তার জন্য এমবাপ্পেকে
তার মেধা, যোগ্যতা, গুনাবলীকে কাজে লাগিয়ে পরিশ্রম করে যেতে হবে ’।
আনচেলত্তির মন্তব্য
অবশ্যই সাহসী কারন ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫১ টি গোল
করেছেন। চারটি চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা, দুটি লা লিগা, ২টি কোপা দেলরে ট্রফি জিতেছেন
রোনালদো।
0 মন্তব্যসমূহ