ইউনিস খান আফগানিস্থানের মেন্টর

 

ইউনিস খান ছবিঃ সংগৃহিত

আফগানিস্থান ক্রিকেট দলের মেন্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে পাকিস্থানের সাবেক ব্যাটার ইউনিস খানকে। এমনটায় নিশ্চিত করেছে আফগানিস্থান ক্রিকেট বোর্ড (এসিবি)। আফগানিস্থান ক্রিকেটের সময়টা ভালো যাচ্ছে । ২০১৭ সালে টেস্ট স্বীকৃতি পাওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে রেকর্ড তৈরি করেছে ইতোমধ্যে। আফগানিস্থান  গত কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো ফলাফল করার কারন হিসেবে তাদের কিছু সিধান্তকে মূল কারন হিসেবে মনে করা হয় । যেমন ২০২৩ সালের ডিয়াই বিশ্বকাপের আগে আফগানিস্থআনের মেন্টর হিসেবে নিয়োগ দেয় ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজাকে। ধারনা করা হয় বিশ্বকাপ্টা যেহেতু ভারতে অনুষ্ঠিত হয়েছিলো তাই ভারতের কন্ডিশন বা পিচ সম্পর্কে ধারনা পাওয়ার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিলো। সেই বিশ্বকাপে মাক্সওয়েলকে ফেরাতে পারলে তারা সেমিফাইনালে পৌছে যেত সেটা সবারই জানা।

২০২৪ সালে টিটুয়েন্টি বিশ্বকাপে মেন্টর হিসেবে নিয়োগ দিয়েছিলো ডয়েন ব্রাভোকে। আফগানিস্থানের প্রায় সব ম্যাচ খেলে ক্যারিবিয়ানে তাই ব্রাভোকে তারা মেন্টর হিসেবে নিয়োগ দেয়। তারা সেই টুর্নামেন্টে সেমিফাইনালে উত্তীর্ন হয়। সুতরাং তাদের মেন্টনিয়োগে বিশেষ পরিকল্পনা থাকে যার ব্যাতিক্রম এবারো হয়নি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসেবে পাকিস্থানও আছে। তাই ধারনা করা হচ্ছে ইউনিস খান তাদের পরিকল্পনার অংশ।

ইউনিস খান পাকিস্থানের হয়ে তিন সংস্করন মিলিয়ে ৪১ টি সেঞ্চুরি, ৮৩ টি ফিফটি রয়েছে। ২০০৯ সালে টিটুয়েন্টি বিশ্বকাপ ইউনিস খানের নেতৃত্বে জয় লাভ করেছিলো পাকিস্থান। আইসিসির র‍্যাঙ্কিং এ সেরা ব্যাটারও ছিলেন। তিনি ১১৮ টি টেস্ট ম্যাচ খেলেছেন রান করেছেন ১০০৯৯। ইউনিস খানের টেস্ট ক্রিকেটের সেরা ইনিংস ৩১৩ রানের। আফগানিস্থানকে মেন্টর হিসেবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কতটা সাফল্য এনে দিতে পারেন এখন সেটিই দেখার বিষয়

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ