![]() |
অস্ট্রেলিয়ান ওপেনের ট্রফি হাতে ম্যাডিসিন কিস ছবি-সংগৃহিত |
ম্যাডিসিন
কিস টেনিসের নতুন রানী। অস্ট্রেলিয়ান ওপেন ২০২৫ ফাইনালে ম্যাডিসন কিস টেনিসের ১ নং
তারকা আরিয়ানা সাবালেঙ্কাকে পরাজিত করে ক্যারিয়ারের প্রথম গ্রান্ডস্লাম শিরোপা
জিতে নিয়েছেন। যার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে প্রায় ১৬ বছর। ম্যাডিসন কিস পেশাদার
টেনিসে পা দেন ২০০৯ সালে। দীর্ঘ অপেক্ষার অবসান হলো মেলবোর্ন পার্কে। অন্যদিকে বেলারুসের
২৫ বছর বয়সী প্রমিলা টেনিসের শীর্ষ তারকা আরিয়ানা সাবালেঙ্কা চতূর্থ শিরোপা জয়ের
জন্য কোর্টে নেমেছিলেন ফেবারিট হিসেবেই। সাবালেঙ্কা টানা তৃতীয় অস্টেলিয়ান ওপেন জেতার
দ্বার প্রান্তে ছিলেন। প্রথম সেট হারলেও দ্বিতীয় সেটে দারুনভাবে ফিরে আসেন এবং ৬-২
সেটে জয় তুলে নেন। তৃতীয় সেটে হাড্ডিহাড্ডি লড়াই করা পর ৭-৫ ব্যবধানে হেরে যান। সবমিলিয়ে
৬-৩, ২-৬,৭-৫ সেটে হেরে যান শিরোপার
অন্যতম দাবিদার সাবালেঙ্কা।
সাবালেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেনের গত দুই আসরের চ্যাম্পিয়ন ফলে হ্যাট্রিক শিরোপার সপ্ন শেষ
হয়ে যায় সাবালেংকার। ম্যাডিসন কিস এর আগে ৫ বার সাবালেংকার মুখোমুখী হয়েছেন যার মধ্যে
৪ বারই পরাজিত হয়েছেন। সেই হিসেবে সাবালেঙ্কাকে সবাই ফেবারিট ধরে নিয়েছিলো। সবার ধারনাকে
পালটে দিয়ে ২৯ বছরে পা রাখা কিস প্রমান করলেন অপেক্ষা থাকতে পারে তবে তারও শেষ আছে।
সেমিফাইনালে পরাজিত করেন টুর্নামেন্টের অন্যতম ফেবারিট টেনিসের র্যাংকিং
এ ২ নম্বর খেলোয়াড় ইগা সোয়াটেককে।
0 মন্তব্যসমূহ