১৩ বছর পর রঞ্জি ট্রফিতে বিরাট কোহলি

 

বিরাট কোহলি ছবি-সংগৃহিত

দিল্লি এখন যেন কোহলি জ্বরে কাপছে। দিল্লির অরুন জেটলি স্টেডিয়াম যেন কোহলি বন্দনায় ব্যস্ত। কারন প্রায় ১৩ বছর পর ভারতের এই তারকা ব্যাটার রঞ্জি ট্রফিতে ফিরে এসেছেন। এই ঘোরয়া ক্রিকেটে প্রত্যাবর্তনের কারণে বিপুল সংখ্যক ভক্তদের সমাগম ঘটে ঐ ভেন্যুতে। সেখানে অনুষ্ঠিত হচ্ছে দিল্লী বনাম রেলওয়ের মধ্যকার ম্যাচ। ম্যাচটি আবার সরাসরি সম্প্রচারের কথা রয়েছে। তবে কোহলীকে মাঠে প্রাধান্য দিতে তাতে পরিবর্তন আনা হয়।

কোহলি খেলছেন দিল্লির হয়ে। প্রথমদিন দিল্লী প্রথম ফিল্ডিওং করার সিধান্ত নেওয়ায় কোহলিকে প্রথমদিন মাঠে ফিল্ডিং করে কাটাতে হয়েছে। দ্বিতীয় দিনে দিল্লি ব্যাট করলে কোহলিকে ৪ নম্বরে ব্যাট করার জন্য রাখা হয়েছে। প্রিয় তারকাকে দেখতে ভোর ৫ টা থেকে স্টেডিয়ামে ভিড় জমাতে থাকে ভক্তরা।

 পুলিশকে লাঠি চার্জ পর্যন্ত করা লেগেছে। যেখানে কয়েকজন আহত হয়েছেন বলে জানা যায়। তবে বড় ধরণের দুর্ঘটনা না ঘটলেও একজন ভক্ত নিরাপত্তার বেড়াজাল ছিন্ন করে মাঠে ঢুকে পড়ে। তিনি কোহলির কাছাকাছি পৌছাতে সক্ষম হন এবং কোহলিকে প্রনাম করেন, কোহলিও ভক্তের সাথে স্বাভাবিক আচরণ করেন এবং ঐ ভক্তের প্রতি কঠোর হতে নিরাপত্তাকর্মীদের নিষেধ করেন।

২০১২ সালের পর কোহলি ঘোরোয়া লিগে খেলতে নেমেছেন যা রঞ্জি ট্রফির আবেদনকে কয়েকগুনে বাড়িয়ে দিবে এই বিষয়ে কোন সন্দেহ নেই। ১৫০০০ হাজারেরও বেশি দর্শক তাই প্রিয় তারকাকে এক পলক দেখতে ভিড় জমিয়েছেন দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে।

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ