![]() |
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ও কিলিয়ান এমবাপে ছবি- সংগৃহিত |
ক্রিশ্চিয়ানো রোনালদোকে অনেকেই সর্বকালের
সেরা ফুটবলার হিসেবে মনে করেন এ ঘটনা সবারই জানা। রিয়াল মাদ্রিদ ও ম্যাঞ্চেস্টার
ইউনাইটেডের সাবেক এই পর্তুগিজ তারকা তার ক্যারিয়ারে গোল করেছেনে এখন পর্যন্ত ৯২০
টি। সর্বশেষ গোল করেছেন তার বর্তমান ক্লাব আল নাসরের হয়ে ,যেখানে
তার ক্লাব আল নাসর জয় লাভ করেছে ৩-১ ব্যবধানে। প্রতিপক্ষ আল ফাতেহ। তিনি বছরের পর বছর ফুটবলে তার সাফল্য অর্জন করেছেন, তার নিজের দেশ
পর্তুগালের হয়ে করেছেন ১৩৫ গোল। চ্যাম্পিয়ন্স লীগে সবচেয়ে বেশি গোলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স
লীগের ফাইনালে তিনি গোল করার কৃতিত্ব অর্জন করেছেন চার বার। ৫ বার ব্যালন ডি অর পুরস্কার জিতেছেন রোনালদো। এভাবে
তার সাফল্যের গল্প হয়তো অনেকক্ষণ তুলে ধরা যাবে।
কিন্তু মজার ঘটনা হলো সাম্প্রতিক সময়ে রোনালদো
এক সাক্ষাতকারে বলেছেন তার সাত বছর বয়সী ছেলে মাতেও মনে করেন কিলিয়ান এম্বাপে একজন
ভালো খেলোয়াড়। রোনালদোর ছেলে নাকি মাঝে মাঝে বলে ‘ আরে বাবা এমবাপে তোমার চেয়ে ভালো’।
রোনালদো বলেন ‘ না আমি তার চেয়া ভালো, আমি
বেশি গোল করেছি’।
বলে রাখা ভালো এমবাপে নিজে রোনালদোর একজন ভক্ত।
এমবাপে তার শোবার ঘরে রোনালদোর পোস্টার লাগিয়ে রাখতো বলে এমবাপে এক সাক্ষাতকারে উল্লেখ
করেছেন। এমবাপে তার খেলায় রোনালদোর ছায়া ফুটিয়ে তোলার চেষ্টা করে চলেছেন । এমবাপে মনে করেন রোনালদো তার কাছে একজন নায়ক সুযোগ পেলেই তার সাথে দেখে
করার চেষ্টা করি।
এখন দেখার বিষয় এমবাপে ভবিষ্যতে রোনালদোকে ছাড়িয়ে যেতে পারেন কিনা।
সেদিন হয়তো রোনালদো তার ছেলের কথা মেনে নেবেন।
0 মন্তব্যসমূহ