![]() |
কুমার সাঙ্গাকারা ছবি- সংগৃহিত |
কুমার
সাঙ্গাকারা একজন সাবেক পেশাদার শ্রীলঙ্কান ক্রিকেটার। সাঙ্গাকারা ছিলেন বিশ্বের অন্যতম একজন সেরা বামহাতি ক্লাসিক ব্যাটার। তিনি টেস্ট, ওয়ানডে
এবং টিটুয়েন্টি ক্রিকেটে নিজের শক্ত অবস্থান জানান দিয়ে গেছেন গোটা ক্যারিয়ার জুড়ে। সাঙ্গা নামে পরিচিত কুমার
সাঙ্গাকারা অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। শুরুতে উইকেট-রক্ষক ব্যাটার হিসেবে ক্যারিয়ার
শুরু করেন পরবর্তীতে টেস্ট ক্রিকেটে মনোযোগ বেশি দেওয়ার জন্য উইকেট কিপারের
দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেন।
সাঙ্গাকারা ক্যারিয়ার জুড়ে
অসাধারন সব কীর্তি গড়ে রেখে গেছেন। যা হতে পারে নতুন প্রজন্মের ক্রিকেটেরদের কাছে
অনুপ্রেরণা ।
∑ ২০১৫ সাল পর্যন্ত একদিনের
আনর্জাতিক ক্রিকেটে রান সংগ্রহের দিক দিয়ে বিশ্বের মধ্যে ২য় অবস্থেন ছিলেন।
ওডিআইতে তার মোট রান ১৪২৩৪। ম্যাচ খেলেছেন ৪০৪ টি। ৯৩ টি হাফ সেঞ্চুরির পাশাপাশি ২৫ টি সেঞ্চুরি করেছেন। সর্বোচ্চ ইনিংস ১৬৯ রান যেটি তিনি করেছিলেন দক্ষিণ আফ্রিকার
বিপক্ষে।
∑ সাঙ্গাকারা
টেস্ট ম্যাচ খেলেছেন মোট ১৩৪ টি করেছেন
১২৪০০রান। ৫২ টি হাফ সেঞ্চুরির সাথে ৩৫ টি সেঞ্চুরি। তার সর্বোচ্চ ইনিংস ৩১৯
রানের। ২০১৪ সালে সাঙ্গাকারা তার ক্যারিয়ার সেরা ইনিংসটি খেলেছিলেন বাংলাদেশের বিপক্ষে।
∑ টেস্ট ক্রিকেটে তিনি করেছেন মোট
৮ টি ডাবল সেঞ্চুরি যা ব্রাডম্যান এবং লারার পরে সাঙ্গাকারা তৃতীয় ব্যক্তি।
∑ ২০০৬ সালে দক্ষিন আফিকার
বিপক্ষে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ৬২৪ রানের জুটি গড়ে তোলেন সাঙ্গাকারা ও
মাহেলা জয়াবর্ধনে।
∑ ২০১৫ সালের ওডিআই বিশ্বকাপে
ক্রিকেট ইতিহাসের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ৪টি সেঞ্চুরি করেন।
∑ টেস্ট ক্রিকেটে
তিনি কয়েকবার র্যাংকিং এ সেরা ব্যাটার হিসেবে ১ নম্বরে অবস্থান করেন।
২০১৫ সালে কুমার সাঙ্গাকারা আন্তর্জাতিক
ক্রিকেট থেকে অবসর গ্রহন করেন।
0 মন্তব্যসমূহ