ব্রাজিলের জালে আর্জেন্টিনার ৬ গোল !


ব্রাজিল-আর্জেন্টিনা খেলার একটি মুহূর্ত ছবি-সংগৃহিত

ফুটবলের অন্যতম দুই পরাশক্তি ব্রাজিল আর আর্জেন্টিনা। বিশ্বের যে প্রান্তেই তারা মুখোমুখি হোক না কেন সারা বিশ্বের ফুটবল ভক্তরা দুই মেরুতে ভাগ হয়ে যায়। হোক সেটা জাতীয় দলের খেলা কিংবা জুনিয়র পর্যায়ের কোন খেলা। ২৫ জানুয়ারী বাংলাদেশ সময় ভোরে দক্ষিণ আমেরিকান অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপের এক খেলায় ব্রাজিল- আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিলো । খেলা অনুষ্ঠিত হয়েছে স্পেনের ভ্যালেন্সিয়ার দেলখোদা স্টেডিয়ামে। সেখানে ব্রাজিল অনূর্ধ্ব- ২০ দল ব্রাজিল ভক্তদের জন্য তৈরি করেছে এক হতাশাজনক অভিজ্ঞতা।


ব্রাজিল আর্জেন্টিনা দলের সামনে বলা যায় দাড়াতেই পারেনি। ব্রাজিল হেরেছে ৬-০ গোলের বিরাট ব্যবধানে। আর্জেন্টিনা ভক্তদের মাঝে চলছে আনন্দের জোয়ার। চিরপ্রতিদ্বন্দিদের কাছে হারের পর ব্রাজিলকে সমালোচিত হতে হচ্ছে বিভিন্ন মহল থেকে।  ব্রাজিল এই প্রতিযোগিতায় ৩ গোলের  বেশি ব্যবধানে কখনো হারেনি।রেকর্ড বলছে অনূর্ধ্ব-১৫ থেকে শুরু করে উপরে যেকোন স্তরে ব্রাজিলের বিপক্ষে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার। আর্জেন্টিনার পক্ষে এদিন  জোড়া গোল করেছেন ক্লওদিও এচেভেরি। একটি করে গোল করেছেন নিয়ান সুবিয়াব্রে, অগাস্টিন রুবের্তো ও সান্তিয়াগ হিদালগো। অন্য গোলটি ছিলো ব্রাজিলের নিজের দেওয়া উপহার বা আত্মঘাতী গোল।

 

চিলিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকারর অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপ থেকে শীর্ষ ৪ টি দল ঐ চিলি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ