শচিন বা ব্রায়ান লারার চেয়েও প্রতিভাবান ক্রিকেটার কার্ল হুপার?

 


কার্ল হুপার ছবি- সংগৃহিত

কার্ল হুপার ওয়েস্ট ইন্ডিজ  ক্রিকেট দলের সাবেক একজন প্রখ্যাত ক্রিকেটার। যিনি ব্যাটার হিসেবে বেশি পরিচিতি থাকলেও তিনি একজন কার্যকরী একজন অফ স্পিনার ছিলেন। সাম্প্রতিক সময়ে তার স্বদেশীয় কিংবদন্তি ক্রিকেটার ব্রায়ান লারা তার নিজের লেখা বইয়ে কার্ল হুপারকে  ভারতের শচিন টেন্ডুল্কার বা ব্রায়ান লারার চেয়ে প্রতিভাবান ক্রিকেটার হিসেবে এগিয়ে রেখেছেন। ব্রায়ান লারা এবং শচিন টেন্ডুকার কে সেরা সেটা নিয়ে দীর্ঘ দিনের ভিন্ন মত ভক্তদের মাঝে থাকলেও প্রতিভাবান ক্রিকেটার হিসেবে লারা কার্ল হুপারকে বেছে নিয়েছেন।

কার্ল হুপার ১৯৮৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ১০২ টি  টেস্ট ম্যাচ খেলেছেন যেখানে  ১৩ টা সেঞ্চুরি ও ২৭ টি হাফ সেঞ্চুরিসহ তার মোট রান ৫৭৬২ ।  ওয়ানডে ম্যাচ খেলেছেন ২২৭ টি রান করেছেন ৭টি সেঞ্চুরি ও ২৯ হাফ সেঞ্চুরিসহ মোট ৫৭৬১। টেস্ট ক্রিকেটে বোলার হিসেবে হুপার ৪ বার ৫ উইকেটসহ ১১৪ উইকেট নিয়েছেন। ওয়ানডে ম্যাচে নিয়েছেন মোট ১৯৩ উইকেট। ব্রায়ান লারা মনে করেন অধিনায়কের দায়িত্ব নেওয়ার পর মূলত হুপারের মাঠের পারফরমেন্স চোখে পড়ার মত। অনেকের কাছে নেতৃত্ব যখন চাপ মনে হয় তখন হুপার সামনে থেকে কিভাবে লড়াই চালিয়ে যেতে হয় তা দেখিয়ে গেছেন ক্রিকেট বিশ্বকে।

 “লারা দ্য ইংলান্ড ক্রনিকলস” বইয়ে লারা দাবি করেন ‘কার্ল হুপার আমার চোখে দেখা সেরা খেলোয়াড়ের মধ্যে একজন। আমি বা টেন্ডুলকার প্রতিভা হিসেবে হুপারের কাছাকাছিও যেতে পারিনি। নেতৃত্বে তার পরিসংখ্যান সম্পুর্ন আলাদা। অধিনায়ক থাকাকালীন তার ব্যাটিং গড় ৫০ এর কাছাকাছি। বলা যায় তিনি দায়িত্বটা উপভোগ করতেন’। লারা ১৯৯১ সালের অয়েস্ট ইন্ডিজ দলের ইংল্যান্ড সফরের কথা তুলে এনেছেন তার বইয়ে। হুপার যখন ব্যাট করতে নামতেন তখন সিনিয়র খেলোয়াড়সহ তার সতীর্থরা তার ব্যাটিং উপভোগ করতেন। তারমধ্যে ছিলেন ডেসমন্ড হেইন্স, ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিজসহ আরও অনেকে।

কার্ল হুপার কেন সর্বকালের সেরাদের তালিকায় নেই সেটিই ব্রায়ান লারার কাছে অবাক করা বিষয় মনে হয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ