বেলিন্ডা বেনসিচ ছবি- সংগৃহিত |
বেলিন্ডা বেনসিচ সুইজারল্যান্ডের প্রমিলা টেনিস তারকা। আগামী ১২ জানুয়ারী ২০২৫
শুরু হচ্ছে আস্ট্রেলিয়া ওপেন এর ১১৩ তম সংস্করণ এবং ওপেন যুগের ৫৭ তম সংস্করণ। সে
দিকেই চোখ বেনসিচের। প্রস্তুতিও ভালো। গত এপ্রিলে বেনসিচ ও তার সঙ্গি ফিটনেস ট্রেইনার
মার্টিন হ্রোমকোভিচ তাদের ঘর আলো করে এসেছে মেয়ে বেলা। এই প্রিয় সন্তান বেলাকে সামলিয়ে
কিভাবে অস্ট্রেলিয়া ওপেন এ ভালো করা যায় সেটা নিয়ে ভাবছেন তারা। এক্ষেত্রে তারা
দারস্থ হয়েছেন সুইচ টেনিস তারকা রজার্স ফেদারারের। ফেদারার এর সাথে বেনসিচ একসময়
মিক্স ডাবলস ও খেলেছেন । সুতরাং ফেদেরার বেনসিচের সাবেক সতীর্থ । ফেদারার একসময়
জমজ সন্তান সামলিয়ে টেনিস কোর্ট মাতিয়েছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান বেনসিচ।
তিনি বলেন ‘ আমি দেখেছি কিভাবে ফেদারার চার সন্তানকে বিভিন্ন লজিস্টিক সাপোর্ট
নিয়ে হপম্যান কাপ ও গ্রান্ডস্লাম ও খেলেছেন সেটা সত্যিই চিত্তাকর্ষক ছিলো। যেটা
আমার খুব কাজে দিবে। আমি সেটাই শেখার চেষ্টা করছি। অস্ট্রেলিয়া ওপেন আমাদের জন্য একটা
চ্যালেঞ্জ, যেটা আমরা জিততে চাই’। মেলবোর্নে পার্ক স্টেডিয়ামে তিনি প্রথম ম্যাচে
মুখোমুখি হচ্ছেন ফরাসি ওপেন চ্যাম্পিয়ন জেলিনা ওস্তাপেনকোর সাথে। এখন টেনিস ভক্তদের
এটাই দেখার বিষয় বেলিন্ডা বেনসিচ কিভাবে ছোট কন্যা সন্তান বেলাকে নিয়ে এই চ্যালেঞ্জ
মোকাবিলা করেন।
0 মন্তব্যসমূহ