রোহিত শর্মা ছবি- সংগৃহিত |
সময়টা ভালো যাচ্ছে না ভারতীয়
ক্রিকেটের জন্য। ভারতীয় দল বর্তমানে অস্ট্রেলিয়া সফর করছে। ৫ টেস্ট সিরিজের ৫ম ও শেষ
টেস্ট চলমান। ভারত ২-১ ব্যবধানে সিরিযে পিছিয়ে
আছে। বড় হতাশার বিষয় অধিনায়ক রোহিত শর্মার ব্যাট যেন কথায় বলছে না । এই সিরিজে এখন
পর্যন্ত রোহিতের রানের গড় মাত্র ৬.২ যা সত্যিই হতাশার। শেষ টেস্টে রোহিতকে একাদশের
বাইরে রাখার সিধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড( বিসিসিআই)। বোর্ড এমনটাও
মনে করছে যে এই সিরিজের পর রোহিত শর্মা আর টেস্ট ক্রিকেটের জন্য বিবেচনা করা হবে
না। অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের পরিকল্পনায় রোহিত টেস্ট ক্রিকেটের অংশ আর থ্যাকছেন না । সেখানে জাসপ্রিত বুমরা দলকে
নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। রবীন্দ্র জাদেজা ট্রানজিশন পিরিয়ডে ভারতের জন্য
প্রয়োজন বলে মনে করছে বোর্ড।
ক্রিকেটার ঋশভ পান্থ মনে করেন,
চূড়ান্ত ও ৫ম টেস্টে রোহিতকে বিশ্রাম দেওয়া একটি আবেগীয় সিধান্ত। তাকে( রোহিত) আমরা
নেতা হিসেবে দেখি। দীর্ঘদিন তিনি আমাদের অধিনায়ক ছিলেন। তবে সবকিছুই ম্যানেজমেন্টের
সিধান্ত তাদের কাছে হইত ভালো ব্যাখ্যা আছে।
বুমরা বলেন আমাদের ইতিবাচক থাকতে
হবে। মাঠে আময়াদের সেরাটা দিতে হবে। আমাদের খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া সবচেয়ে
গুরুত্বপুর্ন।
0 মন্তব্যসমূহ