মেসির পুরস্কারের মুকুটে আরও একটি পালক

 



এমএলএস এর কমিশনার ডন গার্বারের সাথে ট্রফি হাতে মেসি ছবি- সংগৃহিত


লিওনেল মেসি আর পুরস্কার একই সুত্রে গাথা। মেসির পুরস্কারের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। ইন্টার মিয়ামি একাডেমির খেলোয়াড়সহ মিডফিল্ডে বেশ কিছু বাচ্চা একটি বিশেষ ফরমেশনে দাড়িয়া ছিলো যা তিনটি অক্ষরকে নির্দেশ করে-MVP ( Most Valuabe Player)। মেসি দেখলেন তার সন্তান্রাও সেখানে দাঁড়িয়ে আছে। তাদের হাতে একটি ট্রফি। তখনি তিনি জানতে পারলেন ২০২৪ সালের মেজর লিগ সকারের সেরা খেলোয়াড় তিনি। অর্থাৎ তিনি এমএলএস এমভিপি। ইঞ্জুরিসহ জাতীয় দলের সাথে তার প্রতিশ্রুতির কারনে মিয়ামির ৩৪ ম্যাচের ১৫ টি খেলতে পারেননি।  তারপরও তিনি লীগ সর্বোচ্চ ৩৬ গোল করেছেন।

মেসি পুরস্কার হাতে পেয়ে একাডেমির খেলোয়াড়েদের উদ্দেশ্যে বলেন, ‘এই পুরস্কার আমার জন্য সত্যিই সম্মানের’। মেসি এই পুরস্কার নির্ধারিত হয়েছে ভোটের মাধ্যমে। গত শক্রবার এমএলএস (Major soccer league) ভোটের ফলাফল ঘোষণা করে। এখানে ভোট দিয়েছেন খেলোয়াড়, ক্লাবের টেকনিক্যাল স্টাফ, বাছাই করা মিডিয়া সদস্য। তাদের দেওয়া ভোটে মেসি কলম্বাস দলের ফরোয়ার্ড কুচো হার্নান্দেজকে পিছনে ফেলে এই পুরস্কার জিতেছেন। মেসি পেয়েছেন গড় ভোটের ৩৮.৪ শতাংশ, হার্নদেজ পেয়েছেন ৩৩.৭ শতাংশ ভোট।

মেসি এ পর্যন্ত ব্যালন ডি অর জিতেছেন ৮ বার, ফিফা বর্ষসেরা পুরস্কার ৮ বার, সাতবার স্পেনিশ কাপের এমভিপি, উইফার বর্ষসেরা খেলোয়াড়, সাবেক চ্যাম্পিয়ন লিগ প্লেয়ার অফ দ্যা সিজন, বিশ্বকাপ গোল্ডেন বল বিজয়ী, ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল বিজয়ী, এই তালিকা দীর্ঘ থেকে যেন দীর্ঘতর হচ্ছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ