মেসি ইয়ামালের সম্পর্ক ২০০৭ সাল থেকে

 

তরুন লিওনেল মেসি ও শিশু লামিন ইয়ামাল ছবি- সংগৃহিত


 লিওনেল মেসি ইন্টার মিয়ামি সিজন শেষ করেছেন কিছুদিন আগে । বর্তমানে বিরতিতে আছেন বেশ খোশ মেজাজে। নিজের পরিবারকে নিয়ে বেশ সময়  কাটাচ্ছেন মেসি। গত রবিবার মেসি তার স্ত্রী এন্তোনেলা রোকুজ্জো, ছেলে মাতেও এবং সিরোর সাথে  বাইক যাত্রা উপভোগ করতে দেখা যায়। চোখে পড়ার মত বিষয় হলো  তার এক ছেলের গায়ে লামিন ইয়ামালের জার্সি পরিহিত অবস্থায় দেখা গেছে। মেসি ফ্যামিলি রাইডের সময়কার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন। যেখানে তার ছেলে তরুন স্প্যানিস ফুটবলার লামিন ইয়ামালের ১৯ নম্বর জার্সি পরে বাইক চালাচ্ছেন।  লামিন ইয়ামাল বর্তমানে বার্সেলোনায় খেলছেন। মেসির সেই ইনস্টাগ্রামের আইডিতে ফলোয়ারের সংখ্যা প্রায় ৫০০ মিলিয়নেরও বেশি। ফলে খুব তাড়াতাড়ি তা ভাইরাল হয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। ইয়ামাল সম্প্রতি বিশ্বের সেরা তরুন খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বয় জিতেছেন। ইয়ামাল জাতীয় দলে তার পারফরমেন্সর মাধ্যমে ইউরো কাপ থেকেই ফুইবলভক্তদের মন জয় করে চলেছেন। বর্তমানে বার্সেলোনায় দারুন ছন্দে আছেন।

 মেসির সাথে ইয়ামালের সম্পর্ক অনেকদিন আগে থেকেই। সেই 2007 সালের  কথা স্পেনের দিয়ারিও স্পোর্টস কর্তৃক আয়োজিত একটি চ্যারিটি ক্যালেন্ডার ফটোশুটে অংশ নেন মেসি। সেখানে দেখা যায় তখনকার ২০ বছর বয়সী মেসি একটি শিশুকে কোলে নিয়ে গোসল করাচ্ছেন। সেই শিশুটি আর কেউ নয় আজকের লামিন ইয়ামাল। মেসি মনে করেন তার ছেলে থিয়াগো মেসির সতীর্থ হিসেবে ইয়ামালকে পেলে থিয়াগো খুশি হবেন। যদিও ইয়ামাল থিয়াগোর চেয়ে ৬ বছরের বড়।

মূলত মেসি তার ছেলেকে  ইয়ামালের জার্সি পরিধান করিয়ে বার্সেলোনার ও তরুন ইয়ামালের প্রতি তার ভালোবাসা ও হৃদয়ের টান কতটা তা আবার বিশ্ববাসীকে জানালেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ