আজহার আলী ছবি-সংগৃহিত |
আজহার আলী পাকিস্থানের সাবেক ক্রিকেটার। ২০১০ সালে টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার
বিপক্ষে অভিষেক হয়েছিল লর্ডসে। আজহার
আলীকে পাকিস্থান ক্রিকেট বোর্ড (পিসিবি) যুব উন্নয়ন বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া
হয়েছে। আজহার আলী বর্তমানে পাকিস্থান জাতীয় দলের নির্বাচক কমিটির সদস্য হিসেবে
দায়িত্ব পালন করছেন। এই দায়িত্বের পাশাপাশি যুব ক্রিকেটের উন্নয়নের কাজ করবেন।
পিসিবি কর্তৃক পরিচালিত পাথওয়েজ প্রোগ্রামের আওতায়
উদীয়মান ক্রিকেটারদের মেধার বিকাশ ঘটানো, তৃনমূল পর্যায়ে শক্তিশালী ক্রিকেট কাঠামো
তৈরি করা, বয়স ভিত্তিক কর্মসূচি জোরদার করা, আঞ্চলিক ক্রিকেট এসোসিয়েশনের সাথে সহযোগিতা
করাসহ পাকিস্থান ক্রিকেটের ভবিষ্যত গঠনের দায়িত্ব পালন করবেন আজহার
আলী। এছাড়াও প্রতিভাবান খেলোয়াড় তৈরির জন্য সচেতনামূলক প্রোগ্রাম ও ক্লিনিকের
আয়োজন করা এই পাথওয়ে প্রোগ্রামের উদ্দেশ্য।
এই প্রগ্রামের সফলতার অন্যতম দৃষ্টান্ত আজহার আলী
নিজে। তিনি এই প্রগ্রামের মাধ্যমেই জাতীয় দলের সফল একজন খেলয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠা
করেছেন।
আজহার আলী ৯৭ টি টেস্ট ম্যাচ খেলেছেন ১৯ টি সেঞ্চুরি ৫০ টি হাফ সেঞ্চুরিসহ ৪২.৩ গড়ে ৭১৪২ রান করেছেন। যার মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৩০২ রানের ট্রিপল সেঞ্চুরির
অনবদ্য ইনিংস।
আজহার আলী ৫৩ টি একদিনের ম্যাচ খেলেছেন ৩ সেঞ্চুরি ১২ হাফ সেঞ্চুরিসহ করেছেন ১৮৪৫ রান। পাকিস্থান ক্রিকেটের উন্নয়নে তিনি কতটা সফল ভূমিকা পালন করতে পারেন সেটিই এখন দেখার বিষয়।
0 মন্তব্যসমূহ