'ডেভিস কাপ' টেনিসের বিশ্বকাপ

 

ডেভিস কাপ ২০২৪ এর শিরোপা হাতে ইটালির জ্যানিক সিনার ছবি- সংগৃহিত


ডেভিস কাপ লন টেনিস খেলায় পুরুষদের আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন  (আইটিএফ) কর্তৃক  এই প্রতিযোগিতা পরিচালিত হয়।  বিশ্বের বিভিন্ন সেরা জাতীয় দলগুলো একত্রিত হয়ে একে অপরের সাথে নক আউট ভিত্তিতে  খেলায় অংশ গ্রহন করে। ডেভিস কাপ টুর্নামেন্টকে বলা হয় টেনিসের বিশ্বকাপ। ২০২৪ সালের ডেভিস কাপের আসর বসেছিলো স্পেনের দক্ষিন অঞ্চলের শহর মালাগায়। ফাইনাল ম্যাচ মালাগাতে অনুষ্ঠিত হয়েছে।

সালটি ছিল ১৮৯৯ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের  টেনিস দলের চার জন সদস্য এই প্রতিযোগিতা উদ্ভবের ব্যাপারে অগ্রনী ভূমিকা পালন করেন। তারা চে্যেছিলেন বৃটিশদের বিপক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে এক্ষেত্রে লন টেনিস সংস্থা রাজি হয়। চার জন হার্ভার্ড খেলোয়াড়ের মধ্যে অন্যতম ছিলেন ডুইট এফ ডেভিস। ডেভিস একটি প্রতিযোগিতার রূপরেখা তুলে ধরেন। তিনি নিজে উদ্যোগী হয়ে একটি রৌপ্য ট্রফি খরিদ করেন যার মূল্য ছিল এক হাজার ডলার যে অর্থ ডেভিস নিজে প্রদান করেন।

এই প্রতিযোগিতার প্রথম খেলা অনুষ্ঠিত ১৯০০ সালে যুক্তরাষ্ট্র ও গ্রেট ব্রিটেনের মধ্যে। সেই খেলায় ডুইট ডেভিস নিজে অংশগ্রহন করেছিলেন। তিনি  প্রথম তিন খেলায় জয়লাভও করেছিলেন।

শুরুতে এই প্রতিযোগিতার নাম ডেভিস কাপ ছিল না।  তখন নাম ছিল ইন্টারন্যাশনাল লন টেনিস চ্যালেঞ্জ। পরবর্তীতে ডুইট ডেভিসের ট্রফি প্রদানসহ অন্যান্য কার্যকরী ভূমিকার জন্য প্রতিযোগিতার নাম ডেভিস কাপ করা হয়।

ডেভিস কাপের এ পর্যন্ত সবচেয়ে সফল দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্ত্ররাষ্ট্র ৩২ বার ডেভিস কাপ জয়লাভ করেছে।  সর্বশেষ ডেভিস কাপের ১১২তম আসরের নক আউট পর্ব  বসেছিল স্পেনের মালাগায়। যেখানে ফাইনালে  ২৪ নভেম্বর ২০২৪ মুখোমুখি হয়েছিলো ইটালী ও নেদারল্যান্ডস। ইটালি নেদারল্যান্ডসকে ২-০ ব্যবধানে হারিয়ে ২০২৪ সালের  ডেভিস কাপের শিরোপা জয়লাভ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ