ফিলিপ হিউজের অকাল প্রয়ানের ১০ বছর

 


ফিলিপ হিউজ ছবি- সংগৃহিত


ফিলিপ হিউজ ছিলেন একজন অস্ট্রেলিয়ান প্রতিভাবান ক্রিকেটার। ফিলিপ হিউজ বাঁ হাতি উদ্বো্ধনী ব্যাটসম্যান ছিলেন। যখন ২০০৯ সালে তার টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তখন তার বয়স ছিল ২০ বছর, তার পূর্বে নিউ সাউথ অয়েলস এর হয়ে দুটি মৌসুম খেলেছিলেন। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে অভিষেক হয় ২০১৩ সালে। ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে ২০ বছর বয়ছে ১১৫ রানের ইনিংস খেলে ১ম সেঞ্চুরি করেন। যার মাধ্যমে ১৯৬৫ সালের পর ডগ ওয়াল্টার্স এর পর অস্ট্রেলিয়ার সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। দ্বিতীয় ইনিংসেও ১৬০ রান করে উভয় ইনিংসে সেঞ্চুরি করা ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেছিলো। ঐ ম্যাচটি ১৭৫ রানে অস্ট্রেলিয়া জয়লাভ করেছিল।

একদিনের আন্তর্জাতিক অভিষেকও হয়েছিলো মনে রাখার মত।  মেলবোর্নে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করেন।

 বলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন ফিলিপ হিউজ ছবি-সংগৃহিত

তার জীবন প্রদীপ যে এত তাড়াতাড়ি নিভে যাবে তা কেউ ভাবেনি। ২০১৪ সালের ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ড চলছিলো দক্ষিন অস্ট্রেলিয়া বনাম নিউ সাউথ অয়েলসের মধ্যে শেফিল্ড শিল্ড ম্যাচের একটি সেশনের খেলা।  হিউজ তখন ৬৩ রানে অপরাজিত ছিলেন।  বোলার শন অ্যাবোটের করা একটি বাউন্সার হুক করতে গেলে বলটি হিউজের ঘাড়ে আঘাত করে। হিউজ হেলমেট পরেই ছিলেন। কিন্তু বলটি তার বাম কানের একটু নিচে আঘাত করে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত ভিনসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হিউজের আঘতটি ছিলো একটি বিরল ঘটনা। যা ধমনী ছিড়ে রক্ত ক্ষরণ পর্যন্ত পৌছায়। সঙ্ং সঙ্গে ম্যাচটি পরিত্যক্ত করা হয়। ঐ সময় পাকিস্থান বনাম নিউজিল্যান্ড এর মধ্যকার দ্বিতীয় দিনের খেলা স্থগিত করা হয়। তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া নেমে আসে।

নভেম্বরের ২৭ তারিখ সকালে হিউজ মাত্র ২৫ বছর বয়সে মারা যান। ফিলিপ হিউজের মৃত্যুর পর ক্রিকেটে হেলমেটের  ডিজাইনে পরিবর্তন আনা হয়। হেলমেটের পিছনে অতিরিক্ত গার্ড লাগানো হয় যা এখনো বলবত আছে।

ফিলিপ হিউজ মোট ২৬ টি টেস্ট ম্যাচ খেলেছেন । ৩ সেঞ্চুরি ৭ হাফ সেঞ্চুরিসহ  ১৫৩৫ রান করেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২৫ টি ২ সেঞ্চুরি ৪ হাফ সেঞ্চুরিসহ করেন ৮২৬ রান।

আগামী ২৭ নভেম্বর ২০২৪ ফিলিপ হিউজের অকাল প্রয়ানের ১০ বছর পুর্তি হবে। এই উপলক্ষ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ