জাতীয় দলের জার্সিতে মাঠে নামছেন লিওনেল মেসি

জাতীয় দলের অনুশীলনে মেসি। ছবি -এএফপি


আর্জেন্টিনার জাতীয় দলের সাথে অনুশীলনে ফিরেছেন লিয়নেল মেসি। কোপা আমেরিকা জয়ের পর আবারো জাতীয় দলের জার্সিতে মাঠে দেখা যাবে ফুটবলের এই মহাতারকাকে। যদিও ক্লাব ফুটবলে ফিরেছেন গত ১৪ সেপ্টেম্বরে। খেলছেন তার ক্লাব ইন্টার মায়ামির হয়ে। ক্লাব ফুটবলের সুযোগ সুবিধা নিয়ে ইতোমধ্যে নিজেকে প্রস্তুত করেছেন।  আছেন দারুন ছন্দে।

বিশ্বকাপ বাছাই পর্বে চিলি ও কলম্বিয়ার সাথে খেলতে পারেননি চোটের কারনে। মায়ামি থেকেই মেসি ঊরাল দেবেন ভেনিজুয়েলায়। আগামী শুক্রবার ভেনিজুয়েলার সাথে লড়াই করবে লিওনেল স্কালোনির শিষ্যরা। তারপর ফিরে যাবে নিজের দেশ আর্জেন্টিনায় । ১৬ অক্টোবর বিলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে পরের ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

দক্ষিন আমেরিকার বাছাই পর্বে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সুতরাং জাতীয় দলের থ্রি স্টার সম্বলিত জার্সি পরে মেসির পায়ের যাদু দেখার অপেক্ষায় মেসি ভক্তরা।

 

 

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ