পর্তুগালের টানা তিন, রোনালদোর ৯০৬



ক্রিস্টিয়ানো রোনালদো         ছবি-সংগৃহিত


রোনালদোর পর্তুগালের জয়রথ ছুটছেই। নেশন্স লীগে টান তৃতীয় জয় তুলে নিল পর্তুগাল।  ৩-১ গোলে হারিয়েছে পোলান্ডকে।  দলের জয়ে একটি করে  গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও বার্নাদো সিলভা। অন্য গোলটি আত্মঘাতী।

পোলান্ডের হয়ে একটি গোল পরিশোধ করেন পিওতর জেলিনস্কি শুরুতে প্রভাব বিস্থার করে খেলতে থাকে পর্তুগাল। ম্যাচের ২৬ মিনিটে ম্যানচেস্টার সিটির তারকা সিলভার গোলের এগিয়ে যায় পর্তুগাল। আরো উজ্জিবীত হয়ে খেলে পর্তুগাল প্রথম গোলের ১০ মিনিট পরেই দ্বিওতীয় গোলের দেখা পায় তারা। এবার গোল করেন পর্তগালের প্রান ভোমরা রোনালদো। রাফায়েলের জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে রোনালোর সামনে। বাকি কাজটুকু সঠিকভাবে করতে কোন ভুল করেননি রোনালদো। এনিয়ে চলতি আসরে তিন ম্যাচ খেলে তিন ম্যাচেই গোল পেলেন রোনালদো। ২০০৭ সালের সেপ্টম্বরের পর এটি পোলান্ডের বিপক্ষে প্রথম গোল। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে তার মোট গোলের সংখ্যা  দাড়ালো ৯০৬ টি।

৭৮ মিনিটে একটি গোল পরিশোধ করে পোলান্ড খেলায় ফেরার চেষ্টা করে। কিন্তু নিজেদের ভুলে ৮৮ মিনিটে ডিফেন্ডার বেদনারেক নিজেদের জালে বল জড়ান। ফলে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদোর পর্তুগাল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রইলো পর্তুগাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ