আবার মাঠে ব্যাট হাতে শচীন


শচিন রমেশ টেন্ডুলকার ছবি- সংগৃহিত


ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ ( International masters league) হতে চলেছে  সাবেক তারকা ক্রিকেটারদের মিলনমেলা।  এই প্রতিযোগিতাই অংশ নেবেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন রমেশ টেন্ডুলকার। তিনি নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে।   ভারতে শুরু হতে যাওয়া এই লিগের সংক্ষিপ্ত নাম আইএমএল ( IML)

আগামী ১৭ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে লিগের ম্যাচগুলো । এই ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহনকারী দল গুলো হলো- ভারত, সাউথ আফ্রিকা, শ্রীলংকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। স্বাভাবিকভাবেই ব্রায়ান লারা থেকে শুরু করে সাংগাকারা, জ্যাক ক্যালিস, শেন ওয়াটসনসহ আরো অনেক কিংবদন্তি ক্রিকেটারকে ।

চলতি বছরই এই  প্রথম সংস্কর শুরু হতে যাচ্ছে। ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেবে ইয়ন মরগ্যান, ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন ব্র্যান লারা। অজিদের নেতৃত্বে থাকবেন শেন ওয়াটসন।

প্রথম লেগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে। ১৭ নভেম্বর প্রথম ম্যাচে মূখোমুখি হবে স্বাগতিক ভারত ও  শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে অংশগ্রহন করবে  আস্ট্রেলিয়া ও সাইথ আফ্রিকা। তৃতীয় ম্যাচে শ্রীলংকা ও ইংল্যান্ড এবং চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া।

এরপরে দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে লখনৌতে। এখানে মোট ৬ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে রায়পুরে। রায়পুরে সেমিফিনাল, ফাইনালসহ  মোট ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এই লিগ  নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে উন্মাদনার অভাব হবে না । ধারনা করা হচ্ছে  ক্রিকেট দুনিয়ার অন্যতম জনপ্রিয় লিগ হতে চলেছে আই এম এল লিগ। সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের খেলা দেখার জন্য অপেক্ষায় ক্রিকেটভক্তরা।


শচীন টেন্ডুল্কার  এই লিগের এম্বাসেডর। তিনি বলেন  ‘আইএমএলের অ্যাম্বাসেডর এবং মুখ হিসাবে আমি লিগে ইন্ডিয়া মাস্টার্সের নেতৃত্ব ও প্রতিনিধিত্ব করার অপেক্ষায় আছি। নিঃসন্দেহে মাঠের অ্যাকশন প্রতিযোগিতামূলক ও উত্তেজনাপূর্ণ হবে। সব খেলোয়াড় একাধিক ভেন্যুতে আইএমএলের ম্যাচ খেলার জন্য উত্তেজিত। আমরা যেই খেলাটি পছন্দ করি, সেই খেলার মাধ্যমেই পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার এটি একটি সুযোগ।‘ 


এ লিগের কমিশনার সুনীল গাভাস্কার বলেন “প্রতিটি দেশের কিংবদন্তিরা ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ খেলবে। তাদের জন্য এটি দক্ষতা প্রদর্শনের এবং বিশ্বকে দেখানোর একটি দুর্দান্ত সুযোগ যে, তারা এখনো ভালো ক্রিকেট খেলতে পারে। বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাসহ এটি একটি উত্তেজনাপূর্ণ লিগ হতে যাচ্ছে। আমি নিশ্চিত যে যারা মাঠে আসবে এবং টেলিভিশনে খেলা দেখবে, তারা খেলা খুব উপভোগ করবে”।

 

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ