পাকিস্থান
ক্রিকেটের বর্তমান সময়ের সেনসেশন বাবর আজম। পাকিস্থান ক্রিকেট
বিভিন্ন সময় আলোচনার শীর্ষ থাকার বহুবিধ
কারণ রয়েছে। ঘন ঘন অধিনায়ক পরিবর্তন
পাকিস্থান ক্রিকেটের একটি সংস্কৃতিতে পরিনত হয়েছে। তারই ধারাবাহিকতায় বর্তমান সাদা
বলের অধিনায়কত্ব থেকে সরে দাড়িয়েছেন বাবর আজম । এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা
করেনি পিসিবি। অধিনয়ক হওয়ার দৌড়ে অনেকেই আছেন । পিসিবি ভাবছে তাদের নিয়ে ।
এক্ষেত্রে পিসিবিকে পরামর্শ দিয়েছেন সাবেক তারকা ক্রিকেটার ব্যাটার মুদাসসর নাজার।
তার মতে অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন উকেটক্ষক ব্যাটার মোহাম্মদ
রিজওয়ান। রিজোয়ানের বিকল্প নাই বলেই তিনি মনে করেন।
তিনি
বলেন ‘এই
মুহূর্তে, তাদের কোন বিকল্প নেই। তারা রিজওয়ান ছাড়া
সবাইকে চেষ্টা করেছে। তাদের রিজওয়ানকে অধিনায়ক করতে হবে।’
তিনি
আরো বলেন ‘আমার
মনে হয় না অভ্যন্তরীণভাবে শীর্ষ ব্যবস্থাপনা রিজওয়ানকে নিয়ে খুব খুশি, কিন্তু তারা তাকে বেছে নিতে বাধ্য হবে। অন্যথায় তারা যদি বাবর আজমের
মতো পরিস্থিতি তৈরি করে তবে একজন সিনিয়র খেলোয়াড়কে অধিনায়ক করা এবং তারপরে তার
অধীনে কাউকে তৈরি করা ভালো।’
কেবল
সাদা বলে নয় সকল ফরম্যাটে রিজওয়ানকে অধিনায়ক করা উচিত বলে মনে করেন তিনি। বলেন ‘আমার মতে, তিন ফরম্যাটেই রিজওয়ানকে অধিনায়ক করা পাকিস্তানের পক্ষে ভাল হবে। এই দৃষ্টিকোণটি
একটি ঐক্যবদ্ধ নেতৃত্ব কাঠামোর ধারণার সাথে যায়, যা দলের
মধ্যে সিদ্ধান্ত গ্রহণ এবং কৌশলগত পরিকল্পনাকে প্রবাহিত করতে পারে।’
সাম্প্রতিক
সময়ে পাকিস্থানের খারাপ পারফরম্যান্সের পিছনে অধিনায়ক নির্বাচনে সঠিক সিদ্ধান্ত
নিতে না পারাকে দ্বায়ী করেছেন নাজার । তিনি আরো বলেন পাকিস্তান দলের সাম্প্রতিক
খারাপ পারফরম্যান্সের সাথে অধিনায়কত্বের দ্রুত পরিবর্তনের অনেক বিষয় জড়িত। তরুণ
খেলোয়াড়দের অধিনায়ক করা হয়েছিল এবং তারপর তাদের সরিয়ে দেওয়া হয়েছিল, যা দলে গ্রুপিং
বাড়িয়েছে। এটা শুধু পাকিস্তানের সমস্যা নয়।’
আগামী
বছর অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে পাকিস্থান চাইবে সঠিক ব্যাক্তির
নিকট অধিনায়কত্বের দায়িত্ব দিতে যাতে করে ভাল ক্রিকেট উপহার দিতে পারে দলটি।
রিজওয়ান এখন পর্যন্ত পাকিস্থানের হয়ে ৩২ টি টেস্ট, ৭৪ টি ওডিয়াই, ১০২ টি টিটুয়েন্টিআই ম্যাচ খেলেছেন।
0 মন্তব্যসমূহ