ফুটসালের ফাইনালে আর্জেন্টিনা-ব্রাজিল



আর্জেন্টিনার জয় উৎসব ছবি-সংগৃহিত

       

ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল ম্যাচ দেখার সৌভাগ্য হলো ফুটবল ভক্তদের। তাও আবার ফাইনাল ম্যাচ। একদিন আগে ব্রাজিল ৩-২ গোলে ইউক্রেনকে হারিয়ে ফুটসাল বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছিল ব্রাজিল। এবার দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনা ৩-২ গোলে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে। ফলে ফুটবলের এক মহারন দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব। 

উজবেকিস্তানের তাসখন্দের হুমো অ্যারেনায় ফ্রান্সের বিপক্ষে মাঠে নামে গত আসরের রানার্সআপ আর্জেন্টিনা। আর্জেন্টিনার হয়ে জোড়া গোল করেন কেভিন আরিয়েটা। অন্য গোলটি করেন অ্যাঞ্জেল ক্লাউদিনো । ফ্রান্সের হয়ে একটি করে গোল করেন মামাদু তোরে ও নিকোলাস মেনেন্দেজ।

আক্রমন পাল্টা আক্রমনের মাধ্যমে খেলা চললেও প্রথম আর্ধে ২-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা জয় নিয়ে মাঠ ছাড়ে। এখন পর্যন্ত আর্জেন্টিনা একবার চ্যাম্পিয়ন হয়েছে সেটি ২০১৬ সালে । ২০২১ সালে হয়েছিল রানার্সআপ। সুতরাং আর্জেন্টিনা তৃতীয় বারের মত ফাইনাল নিশ্চিত করলো। আগামী রোববার শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দী দল।

 

 




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ