আফিফ হোসেন ও তার সহধর্মিনী ছবি- সংগৃহিত |
আফিফ হোসেন ধ্রুব বাংলাদেশ ক্রিকেটের আকাশে সম্ভাবনাময়
তারকা। অভিষেকের পর দ্যুতি ছড়িয়েছিলেন। ফর্মহীনতার কারনে বেশ কিছুদিন দলের বাইরে আছেন।
গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন আফিফ।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক
অ্যাকাউন্টে যমজ মেয়ের বাবা হওয়ার সুখবর দিয়েছেন ধ্রুব। আফিফ লিখেছেন ‘আলহামদুলিল্লাহ্, সর্বশক্তিমান আল্লাহ্র রহমতে, আমরা দু’টি
সুন্দর কন্যা সন্তান পেয়ে ধন্য হয়েছি! আমাদের হৃদয় কৃতজ্ঞতা এবং আনন্দে পূর্ণ
হয়েছে। আমরা আমাদের যমজ সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাই। এই নতুন অধ্যায়টি শুরু
করার পথে আমাদের পরিবারকে আপনার প্রার্থনায় রাখুন। পৃথিবীতে স্বাগতম, ছোটরা!’
আসন্ন
বিপিএলে খুলনা টাইটানের হয়ে মাঠে নামছেন আফিফ।
নতুন কোচ ফিল সিমন্সের নজরে পড়তে বিপিএল হতে পারে সেরা মঞ্চ। ওয়ানডে অভিষেক
হয়েছিলো ২০২০ সালে এখন পর্যন্ত ৩১ ম্যাচ খেলেছেন তিনি রান করেছেন ৬০০। ২০১৮ সালে
টিটুয়েন্টি অভিষেকের পর ৬৯ ম্যাচে ১১০৯ রান করেছেন এই বামহাতি ব্যাটার।
0 মন্তব্যসমূহ