![]() |
জয়ের দুই নায়ক নোমান আলী ও সাজিদ খান ছবি- সংগৃহিত |
ইংল্যান্ডের
বিপক্ষে ৯ বছর পর টেস্ট সিরিজ জিতলো পাকিস্থান। দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে
জিতে নিল পাকিস্থান। প্রথম টেস্টে রানের পাহাড় গড়ে তোলার পরও পাকিস্থান হেরে যায়।
২য় টেস্টে দলে পরিবর্তন আনে পাকিস্থান। সেখানে জয়ের নায়ক দুই স্পিনার সাজিদ খান ও নোমান
আলী। সিরিজের পার্থক্য গড়ে দিয়েছেন এই দুজন। ইংল্যান্ডের ৪০ উইকেটের ৩৯ টি নিয়েছেন
সাজিদ খান ও নোমান আলী। অন্য একটি উইকেট নিয়েছেন তিনিও একজন
স্পিনার নাম জাহিদ মাহমুদ।
ঘরের
মাঠে প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট সিরিজ জিতলো পাকিস্থান। রাওয়ালপিন্ডি
ক্রিকেট স্টেডিয়ামে ৭৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তবে
তাদের সুবিধা করতে দেয়নি নোমান-সাজিদ। এই দুই স্পিনারের বিষে নাকাল হয়েছে ইংলিশ
ব্যাটাররা। ১১২ রান করেই অল আউট হয়ে যায় ইংল্যান্ড। ফলে পাকিস্তানের সামনে টার্গেট
দাঁড়ায় ৩৬ রানের। যে রান করতে পাকিস্থানের প্রয়োজন হয় মাত্র ৩.১ ওভার।
১৯৮০
ও ১৯৮৭ সালের পর ২০২৪ সালে দুবার বিপক্ষে দলের সব উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন
পাকিস্তানের স্পিনাররা। রাওয়ালপিন্ডি টেস্টসহ চতুর্থবার এমন রেকর্ড গড়ল তারা।
প্রথম ইনিংসে ১৩৪ রান করে ম্যাচসেরা হয়েছেন সৌদ শাকিল। দুই টেস্ট মিলিয়ে ১৯ উইকেট
এবং ৭২ রান করে সিরিজসেরা পুরস্কার হাতে তুলেছেন সাজিদ।
এক নজরে ম্যাচের ফলাফল
ইংল্যান্ডঃ
১ম ইনিংস ২৬৭ ( স্মিথ
৮৯, ডাকেট ৫২ ; সাজিদ ৬-১২৮, নোমান ৩-৮৮)
ইংল্যান্ডঃ ২য়
ইনিংস ১১২ ( রুট ৩৩; নোমান ৬-৪২, সাজিদ ৪-৬৯)
পাকিস্থানঃ
১ম ইনিংস ৩৪৪ ( শাকিল ১৩৪, সাজিদ ৪৮*, নোমান ৪৫; রেহান ৪-৬৬, বাশির ৩-১২৯)
পাকিস্থানঃ
২য় ইনিংস ৩৭/১ ( মাসুদ ২৩*)
ফলাফলঃ
পাকিস্তান ৯ উইকেটে জয়ী
সিরিজঃ
পাকিস্থান ২-১ ব্যবধানে জয়ী
ম্যাচসেরাঃ
সৌধ শাকিল
সিরিজ
সেরাঃ সাজিদ খান
0 মন্তব্যসমূহ