ব্যালন ডি'অর পুরস্কার ২০২৪



ব্যালন ডি'অর ট্রফি ছবি- সংগৃহিত


ব্যালন ডি’অর পুরস্কার ফুটবলারদের ব্যক্তিগত অর্জনে সর্বোচ্চ সম্মানের বা মর্যাদার। আগামী ২৮ অক্টোবর ২০২৪  তারিখে কার হাতে উঠতে যাচ্ছে এই মর্যাদার পুরস্কার তা নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই ফুটবলপ্রেমীদের মনে। গত প্রায় দেড়যুগ ধরে এই ট্রফিটি প্রায় নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি অ ক্রিস্টিয়ানো রোনালদো। সর্বশেষ বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি এই ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন মোট ৮ বার অন্যদিকে  পর্তুগিজ রোনালদো জিতেছেন ৫ বার।

চলতি বছর ফ্রান্স ম্যাগাজিন শিরোপা প্রত্যাশী ৩০ জন খেলোয়াড়ের নাম ঘোষণা করেছে যে তালিকায় জায়গা হয়নি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। যারা ফুটবল নিয়ে গবেষণা করেন যাদেরকএ আমরা ফুটবল্বোদ্ধা বলতে পারি তাদের মতে এবারের ট্রপি জিততে পারেন ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যাম। তাদেরকে ফেবারিট মনে করছেন তারা। যদিও এই তালিকাই আরো আছেন লাউতারো মার্টিনেজ, রদ্রি, এমিলিয়ানো মার্টিনেজ, আরলিং হালান্ড, টনি ক্রুস, লামিন ইয়ামাল, হ্যারি কেন, দানি কারভাহাল ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকারা

 

সাধারণত ব্যালন ডি’অরের বিবেচ্য সময় ১ বছর, এ দফায় যার সময় ২০২৩ সালের ১ আগস্ট থেকে ২০২৪ সালের ৩১ জুলাই। ব্যালন ডি’অরের জন্য যারা ভোট দেন তারা তিনটা বিষয় বিবেচনা করেন থাকেন,

১। বিবেচ্য সময়ে সংশ্লিষ্ট খেলোয়াড়ের পারফরম্যান্স,

২। দলের সাফল্য এবং

৩। আচরণ ও ফেয়ার প্লে।

প্রথম দুটিতে ভিনিসিয়ুস এগিয়ে আছেন। তবে তৃতীয় মান্দন্ডে পিছিয়ে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র। বর্নবাদসহ বিভিন্ন কারনে আক্রমনাত্মক প্রতিক্রিয়ার কারনে সমালোচিও হয়েছেন তিনি। আবার কোপা আমেরিকার কোয়ররটার ফাইনাল তপকাতে পারেনি তার দল। গুপ পর্বে দুটি হলুদ কার্ড দেখার কারনে খলতে পারেননি কোয়ার্টার ফাইনালের গুরুত্বপুর্ন ম্যাচ। এক্ষেত্রেও ভিনি পিছিয়ে আছেন। এই ট্রফি জেতার ক্ষেত্রে তার প্রতিদন্দী ভাবা হচ্ছে ভিনির বন্ধু ও সতির্থ ড বেলিংহাম। ২১ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার রিয়ালে যোগ দিয়ে রীতিমত সাড়া জাগিয়ে ফেলেছেন তিনি। দলগত সাফল্যের সঙ্গে ব্যক্তিগতভাবে মৌসুম শেষ করেছেন ৪২ ম্যাচে ২৩ গোল করে ও ১৩ গোল করিয়ে। ব্যালন ডি’অর ভোটে বেলিংহামের পক্ষে কাজ করবে ইউরো চ্যাম্পিয়নশীপও। 

 

 

ব্যালন ডি’অর পুরস্কার (২০০১-২০২৩) বিজয়ী খেলোয়াড়ের তালিকা

 

বছর

নিজ দেশ

খেলোয়াড়ের নাম

ক্লাব

২০২৩

আর্জেন্টিনা

লিওনেল মেসি

  ইন্টার মায়ামি

২০২২

ফ্রান্স

  করিম বেঞ্জামা

   রিয়াল মাদ্রিদ

২০২১

আর্জেন্টিনা

   লিওনেল মেসি

   প্যারিস সেন্ট জার্মেইন

২০২০

করোনা মহামারীর কারণে বাতিল করা হয়েছে।

২০১৯

আর্জেন্টিনা

    লিওনেল মেসি

       বার্সেলোনা

২০১৮

ক্রোয়েশিয়া

     লুকা মদরিচ

     রিয়াল মাদ্রিদ

২০১৭

পর্তুগাল

 ক্রিস্টিয়ানো রোনালদো

    রিয়াল মাদ্রিদ

২০১৬

পর্তুগাল

  ক্রিস্টিয়ানো রোনালদো

    রিয়াল মাদ্রিদ

২০১৫

আর্জেন্টিনা

         লিওনেল মেসি

       বার্সেলোনা

২০১৪

পর্তুগাল

   ক্রিস্টিয়ানো রোনালদো

    রিয়াল মাদ্রিদ

২০১৩

পর্তুগাল

   ক্রিস্টিয়ানো রোনালদো

    রিয়াল মাদ্রিদ

২০১২

আর্জেন্টিনা

    লিওনেল মেসি

    বার্সেলোনা

২০১১

আর্জেন্টিনা   

লিওনেল মেসি

    বার্সেলোনা

২০১০

আর্জেন্টিনা

     লিওনেল মেসি

   বার্সেলোনা

২০১০'র পর

ফিফা বর্ষসেরা পুরস্কার এর সাথে একত্রীকরণ করে
ফিফা ব্যালন ডি’অর পুরস্কার প্রবর্তন করা হয়।

২০০৯

আর্জেন্টিনা

   লিওনেল মেসি

    বার্সেলোনা

২০০৮

পর্তুগাল

   ক্রিস্টিয়ানো রোনালদো

   ম্যানচেস্টার ইউনাইটেড

২০০৭

ব্রাজিল

            কাকা

     ইন্টারন্যাজিওন্যালে মিলানো

২০০৬

ইতালি

   ফ্যাবিও ক্যানাভারো

    রিয়াল মাদ্রিদ

২০০৫

ব্রাজিল

       রোনালদিনহো

      বার্সেলোনা

২০০৪

ইউক্রেন

    আন্দ্রেই শেভচেঙ্কো

   এ.সি. মিলান

২০০৩

চেক

     পাভেল নেদভেদ

     জুভেন্টাস

২০০২

ব্রাজিল

     রোনালদো

            রিয়াল মাদ্রিদ
 
ইন্টারন্যাজিওন্যালে মিলানো

২০০১

ইংল্যান্ড

    মাইকেল ওয়েন

         লিভারপুল

                                                                                             

                                                                                 উইকিপিডিয়া

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ