রোনালদোর আয় ২৮ কোটি ৫০ লাখ ডলার

 


ক্রিস্টিয়ানো রোনালদো     ছবি- সংগৃহিত

খেলার মাঠে যেমন ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো তেমনি বার্ষিক আয়ের ক্ষেত্রে আছেন সবার চেয়ে  এগিয়ে । সৌদি প্রো লিগে আল শাবাব কে ২-১ গোলে হারিয়েছে তার দল আল নাসর। পেনাল্টি থেকে করেছেন এক গোল। তার একদিন আগে পেয়েছেন আর এক সুখবর। মার্কিন যুক্ত্ররাষ্ট্রের বাণিজ্যবিষয়ক সাময়ি্কী ফোর্বস প্রকাশ করেছে  ২০২৪ সালের সবচেয়ে বেশি আয় করা ফুটবলারের তালিকা। যে তালিকায় সবার শীর্ষে অবস্থান করছেন রোনালদো।তার প্রায় অর্ধেক আয় নিয়ে দ্বিতীয় অবস্থানে ইন্টার মায়ামীর আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। তিনে আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার।

ক নজরে শীর্ষ ৫ খেলোয়াড়ের নাম ও বার্ষিক আয়ের পরিমান-

ক্রম

খেলোয়াড়ের নাম

দেশ

বর্তমান ক্লাব

আয়ের পরিমান

        

 

 

 

 

 

 

০১

ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগাল

 আল নাসের

 ২৮ কোটি ৫০ লাখ ডলার

০২

লিওনেল মেসি

 আর্জেন্টিনা

 ইন্টার মায়ামি

 ১৩ কোটি ৫০ লাখ ডলার।

০৩

নেইমার

 ব্রাজিল

আল হিলাল

 ১১ কোটি ডলার

০৪

করিম বেনজামা

ফ্রান্স

আল ইত্তিহাদ

১০ কোটি ৪০ লাখ ডলার

০৫

কিলিয়ান এমবাপ্পে

ফ্রান্স

রিয়াল মাদ্রিদ

৯ কোটি ডলার

                                                                                                            ফোর্বস

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ