ক্যালিসের সাথে সাকিবের তুলনা

 




সাকিব আল হাসান ও জ্যাক ক্যালিস     ছবি- সংগৃহিত   


ক্রিকেট বিশ্বে সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায় বড়সড় জায়গা দখল করে আছেন দক্ষিন আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস। একজন পেস বোলার ও ডানহাতি ব্যাটার হিসেবে দুনিয়া কাপিয়েছেন এই প্রোটিয়া ক্রিকেটার। অন্যদিকে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয়। এক নম্বর অলরাউন্ডার হিসেবে দীর্ঘসময় ক্রিকেট বিশ্বে নিজের অবস্থান পাকাপক্ত রেখেছেন এই বামহাতি ক্রিকেটার যা বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক গর্বের। 

এবার সাকিব আল হাসানকে জ্যাক ক্যালিসের সাথে তুলনা করলেন দক্ষিন আফ্রিকা দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। আগামী ২১ অক্টোবর দক্ষিন আফ্রিকার সাথে শুরু হতে যাওয়া দুই ম্যাচ টেস্টসিরিজের ১ম টেস্টে প্রথমে সাকিবের খেলার  কথ থাকলেও নিরাপত্তাজনিত কারনে দেশে ফিরতে পারছেন না সাকিব। ফলে খেলতে পারছেন না সাদা বলের বিদায়ী টেস্ট সিরিজ। এই সিরিজে সাকিবের না থাকাকে বাংলাদেশের জন্য বড় ক্ষতি বলে মনে করেন অ্যাশওয়েল প্রিন্স।

 

 প্রিন্স বলেন, ‘এটা দুই দলের জন্যই বড় সিরিজ। অলরাউন্ডার হিসেবে সাকিব খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অনেকটা জ্যাক ক্যালিস আমাদের জন্য যেমন ছিল তেমন। সে যদি না খেলে তাহলে দলের ব্যালেন্স করাটা কঠিন হবে। তখন আপনাকে সংশয়ে থাকতে হবে আপনি বাঁহাতি স্পিনার খেলাবেন নাকি ব্যাটার খেলাবেন। ব্যাটিং-বোলিং মিলিয়ে এমন একজন অলরাউন্ডার পাওয়া কঠিন।’

 

 বাংলাদেশের ক্রিকেটের সাথে অনেক দিনের পরিচয়। বছর দুয়েক আগে বাংলাদেশের ব্যাটিং কোচ ছিলেন  অ্যাশওয়েল প্রিন্স। খেলোয়াড় হিসেবে বাংলাদেশে সফর করেছেন পূর্বে। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা বাংলাদেশের কন্ডিশন নিয়ে করা প্রশ্নের উত্তরে তিনি বলেন , ‘আমি যখন এখানে খেলেছি আর যখন কোচিং করিয়েছি, সেই দুই সময়ের মধ্যে বিরাট পার্থক্য। আমি যখন খেলেছি, তখন উইকেট বেশ শক্ত ছিল, একটা সময় স্পিন ধরত। যখন কোচিং করিয়েছি, তখন আবার উইকেটের নিচের অংশটা নরম ছিল। কাল যখন উইকেট দেখলাম, মনে হলো এখানে খুব বেশি ক্রিকেট ম্যাচ হয়নি। যে কারণে তাজা ঘাস আছে। এখন টেস্ট ম্যাচের দিন কতোটা ঘাস থাকে আর থাকলেও সেটা কতটা প্রভাব ফেলবে, সেটাই দেখার ব্যাপার।’

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ