একটি দ্বীপের মালিক হচ্ছেন নেইমার

 


ব্রাজিলিয়ান তারকা নেইমার-  ইনস্টাগ্রাম   


নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র সংক্ষেপে নেইমার খেলার বাইরে প্রায় এক বছর।  ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের জার্সিতে খেলার সময় চোটে পড়েন। খেলায় না থাকলেও বিভিন্ন সময় আলোচনায় এসেছেন এই ব্রাজিলিয়ান স্টার।

এবার খবরের শিরোনাম হয়েছেন ব্যক্তিগত কারনে। খবরে প্রকাশ তিনি ব্রাজিলে একটি দ্বীপ কিনতে যাচ্ছেন। দ্বীপটির অবস্থান ব্রাজিলের রিওডিজেনেরিও। দ্বীপটির নাম ইলাহাও দো জাপাও। দ্বীপটির বর্তমান মালি্ক কানাডার একটি প্রতিষ্ঠান। আয়তন প্রায় তিন হেক্টর। এটি কিনতে নেইমারকে গুনতে হবে ৯০ লাখ ইউরো। যদিও  বর্তমানে নেইমার এই দ্বীপেই দিন প্রতি ৫০ হাজার ইউরো ভাড়া দিয়ে থাকছেন।


এই দ্বীপে একসাথে ১০ জন থাকতে পারবেন। দ্বীপটিতে ইন্দোনেশিয়ান স্টাইলে  একটি মুল ভিলা, দুটি স্যুইট, একটি মাছের পুকুরসহ সমূদ্রের দিকে মুখ করা তিনটি বাংলো রয়েছে।

উল্লেখ্য ব্রাজিলের মানগারাতিবা রিসোর্টে একটি ছয় বেডরুমের বাড়ি ও সাওপাওলেতে একটি বিলাসবহুল বাড়ি রয়েছে নেইমারের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ