সাকিবকে কোহলির উপহার

 

সাকিব (গোলটুপি মাথায়) কোহলির খুনসুটি  ছবি- সংগৃহিত

কানপুর টেস্ট হেরে যাওয়ার পর স্বাভাবিকভাবেই সাকিবের মন খারাপ। পুরস্কার বিতরনী অনুষ্ঠান একটু পর শুরু হবে । দু দলের খেলোয়ার মিলে মাঠের মধ্যে জটলা বেধে দাঁড়িয়ে আছে । ভারতীয় খেলোয়ার কিং কোহলি সেই জটলা থেকে সাকিবকে খুজে বের করে হাতে ধরিয়ে দিলেন ‘এমআরএফ’ ব্যাট। সাকিব একটু অবাকই হলেন। তখন কোহলি তার কাধে হাত রেখে গল্প করতে থাকলেন। কিছুক্ষণ আগে ২২ গজের প্রতিপক্ষ গল্পে মেতে উঠলেন। যেন কত দিনের একান্ত বন্ধু ।


সাকিব কিছুদিন আগে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ার কথা জানান তিনি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে নিজের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন। ওয়ান্ডে ক্রিকেট থেকে বিদায় ব্জানাবেন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির পর । কোহলিও টি টুয়েন্টি বিশ্বকাপের পর এই শর্টার ফরম্যাট থেকে অবসর নিয়েছেন।  তাই দুজনের হাসাহাসি গল্প হয়তো এক বিন্দুতে এসে মিশেছে। এই ব্যাট উপহার সাকিবের মনে থাকবে হয়তো সারাজীবন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ